জেলা হাসপাতাল এর সিটিজেন চাটার
হাসপাতালে সেবা গ্রহণের জন্য আগত সকলকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান করা হয়
হাসপাতালের জরুরী বিভাগ ২৪ ঘন্টা খোলা থাকে এবং আগত রোগীদর জরুরী চিকিতসা সেবা প্রদান করা হয়
দিবা রাত্রি ২৪ ঘন্টা ইওসি সেবা প্রদান করা হয়
ভর্তি রোগীদের বিশেষজ্বদের তত্ত্বাবধানে মেডিসিন চিকিতসাসহ জেনারেল সাজারী, অথোপেডিক, গাইনি,
চক্ষু ও নাক-কান-গলার মেজর ও মাইনর অপারেশন করা হয় (প্রযোজ্য ক্ষেত্রে )
হাসপাতালের বহি:বিভাগ, আন্ত:বিভাগ রোগীদের প্রয়োজনীয় প্যাথলজী পরীক্ষা, আলট্রাসোনগ্রাম, এক্স-রে ও ই.সি.জি করা হয়
জাতীয় যক্ষা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ কাযক্রমের আওতায় যক্ষা রোগীদের কফ পরীক্ষার জন্য কফ কালেকশন করা হয়,এবং যক্ষা ও কুষ্ঠ রোগীদের বিনামূল্যে ওষধ সরবরাহ করা হয়
প্রয়োজনে নিকটস্থ কারাগারে বন্দী কয়েদীদের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়
প্রতিদিন শিশু ও মহিলাদের ইপিআই কাযক্রমের আওতায় প্রতিশেধক টিকা দেওয়া হয়
আগত রোগীদের স্বাস্থ্য, পুষ্ঠি ও প্রজনন স্বাস্থ্য শিক্ষা দেওয়া হয়
নারী বান্দব হাসপাতালের কাযক্রম পরিচালনা করা হয়
শিশু বান্দব হাসপাতালের কাযক্রম পরিচালনা করা হয়
স্কিল বাথ অ্যাটেনডেন্টদের প্রশিক্ষণ কাযক্রম পরিচালনা করা হয়
আগত কিশোর-কিশোরী ও সক্ষম দম্পতিদের জন্য প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কাযক্রম পরিচালনা করা হয়
এইচআইভি/এইডস এর জন্য প্রয়োজনীয় পরীক্ষার ব্যবস্থা করা হয়
নিরাপদ রক্ত সনচালন এর ব্যবস্থা করা হয়
ডায়রিয়া রোগীদের জন্য ওআরটি করণারচালু আছে
বিভিন্ন জেলা ও উপজেলা হাসপাতাল থেকে রেফারকৃত রোগীদের গুরুত্ব সহকারে স্বাস্থ্যসেবা দেওয়া হয় এবং
প্রয়োজনবোধে কোন কোন রোগীকে মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশেষায়িত হাসপাতালে রেফার করা হয়
নিধারিত পদ্ধতিতে বজব্যবস্থাপনা করা হয়
সরবরাহ সাপেক্ষে Jষধ সমুহ সেবাকেন্দ্র হতে বিণামূল্যে প্রদান করা হয় তবে চিকিvসার প্রয়োজনে কোন কোন ওষধ কেন্দ্রের বাহির হতে সেবা গ্রহিতাকে ক্রয় করতে হতে পারে
বিভিন্ন ওয়াড /বিভাগে মজুদ ওষধের তালিকা, প্রদানকৃত সেবাসমুহের তালিকা, সেবা প্রদানকারী চিকিতসকের তালিকা টানানো আছে
সেবা গ্রহিতার কতব্য –
· সেবা প্রদানকারীগণ সেবা গ্রহীতার নিকট হতে সেŠজন্যমূলক আচরণ প্রাপ্তির অধিকার রাখে
স্বাস্থ্য অধিদপ্তর
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS